সম্পাদকীয়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আহত পাখির মতো পড়ে থাকি মস্ত উঠোনে। তুমি এগিয়ে আসো, চোখে শুশ্রুষা ভীষণ নরম। তবু ভয় পাই। উড়ে যেতে পারি না নেহাত… এই পাখির জীবন, গাছেদের সাথেই ভালো বুঝলে! তুমি বরং চলে যাও। আঘাত সেরেছে আগেও আপনাআপনি।