মোবাইল চুরির তদন্তে মিললো অন্য সূত্র
মোবাইল চুরির তদন্তে নেমে বড় সাফল্য মিলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। উদ্ধার করা হল বহু চোরাই মোবাইল, ল্যাপটপ। অন্য একটি ঘটনায় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
পুলিশ জানিয়েছে, দু’টি মামলায় তাদের জালে ধরা পড়েছে মোট চার জন। তাদের মধ্যে রয়েছে মোবাইল চুরির দুই পান্ডাও। তাদের ধরার পরে জেরা করে পুলিশের কাছে এসেছে আরও কিছু তথ্য। সে সবের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, এই থানা এলাকার ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটি মোবাইল দোকানেই কয়েক দিন আগে চুরি হয়। ওই চুরির তদন্তে নেমে পুলিশ বানারহাট থেকে গত ২৯ জানুয়ারি রাজা রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃত ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই দুষ্কৃতীর নাম পায়। তারা হল দীপ্তিকান্ত মিশ্র ও অর্জুন সাহানি। তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
শ্রেয়সী কাঞ্জিলাল