প্রতিদিন মধ্যরাতে স্বপ্নরা উড়ে উড়ে আসে অগ্নিকুণ্ড জ্বেলে। ঝুলন্ত চাঁদ থেকে শুরু হয় হ্যালুসিনেশন-অতঃপর ‘মৃত ঘোড়ার প্রবেশ নিষিদ্ধ’-এরকম নেম প্লেট সাঁটা দেখে ষাটের দশকের এক বিখ্যাত কবি দরোজার সম্মুখে চিৎপটাং হয়ে মহূর্তেই পরিণত হয় মৃতের ঘোড়ায়?। এভাবেই সর্বনাশা হাওয়া আর দুঃস্বপ্নেরা দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকে। ‘অযোগ্য’ শব্দের ওপর ক্যানো ঢেলে দাও বৃষ্টির নির্ভরতা? ওপাশে কে সর্বস্ব হারিয়ে সর্বনাশ ফেরি করে দিনরাত? দ্বন্দ্বের মীমাংসাসূত্র উসকে দেয় বুকের আগুন। একলা মানুষেরা ধুলোয় উড়িয়ে আশার বসত সীমাহীন শূন্যতায় মেলে দেয় ডানা খসে পড়ে অসংখ্য মেঘের স্বপ্ন কে বোঝে কার মর্মবেদনা? জল থেকে ডাঙায় উঠে আসে মজা পুকুরেরর গল্প যেখানে চেনা মানুষও অচেনা হয়ে যায়। সম্পর্কের ওপর ওড়ে তিক্ততা আর ঘৃণা অপমানে জড়িয়ে ধরে দু’পা