মেহেফিল -এ- শায়র সুপ্রতিম দত্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সভ্যতা
আমি যদি জিতে ফিরি, তুমি থাকবে আমার বাঁ পাশে
আর যদি অন্যথা হয়, এগিয়ে দেবে তোমার পেলব কাঁধ
আমার উদ্দাম ঊচ্ছৃখলতায় তুমি হয়ে উঠবে বিরাট বাঁধ
আমার নির্লজ্জ আত্মসমর্পন রোধ করবে চরম আশ্বাসে!
আমার শিশুকে ঐহিক শিক্ষা দেবে, ঠিক আমি যা চাই
আমার ঐতিহ্য স-তন্ত্রী বীনার মতো বহন করবে তুমি
মনে রেখো সৌভাগ্যবতী হলে বীরভোগ্যা, যেমন ভূমি
মাথা কোটে, কী ভাবে এই ফুটন্ত পৌরুষকে দেবে ঠাঁই|
আমার সংকীর্ণ তটে ধারণ করেছি তোমার পুরুষত্ব
কষ্ট হলেও বয়েছি এ দেহে তোমার ওজন দুর্মর
আবার হাটের মাঝে বিকিয়েছি, রুখতে তোমার ক্লীবত্ব
তোমার জন্য লুকিয়ে রেখেছি আমার ডানা উড়বার
করুণা কোরো না, হে পুরুষ, আমি হারিয়ে ফেলিনি স্বত্ব
জেনো, সভ্যতাকে হতে দেবো না তোমার ও হাতে চুরমার|