মেহেফিল -এ- শায়র সুতপা সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালোবাসা কারে কয়
ঘোরলাগা ঘুম চোখে আলতো জলের মত
হৃদয়ের প্রকোষ্ঠে রাখা উপলখন্ড জাত
যেন শর্বরীর কানে কানে সুরধ্বনি তুলে
পাহাড়িয়া ঝর্না ছলছল রূপকথা বলে।
তারপর নদী হয়ে ছুঁয়ে যাবে প্রান্তর কত
সবুজ কোমল ঘাস নরম বেদনার মত।
চোরা স্রোত তার ঘূর্ণি তোলে বুকের গভীরে
খুঁড়ে পায় ভালোবাসা, বাসা বাঁধে তীরে।
পাড় ভাঙে সোল্লাসে ক্ষতবিক্ষত হয় হোক্
জলে চাঁদ ছায়া আঁকে, মুছে যায় শোক।
সেই চাঁদ ডুব দিলে ভৈরবী সুর ওঠে বাতাসে
সুরে ভেসে আরো আরো ভালোবাসা আসে।
ভালোবাসা আসে আর বাঁধে ভালো বাসা
উষ্ণ পরশ যেন কোজাগরী রাতজাগা আশা।
দহনের বেলা তার সুশীতল সমীরণে ভেলা
দেয় পাড়ি নির্ভয়ে হৃদয়ের জানালা খোলা।
দূর দূর নীলিমায় জেগে থাকে একা ধ্রুবতারা
পথভোলা আলো খোঁজে ক্ষ্যাপা পথহারা।
টুপ টুপ ডুব খানি মাপে বুঝি অতল গভীরতা
তক্ষুনি ফুটে ওঠে রুপোলী শুক্তির চুপকথা।