মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান by TechTouchTalk Admin · Published December 6, 2019 · Updated December 5, 2019 ছায়া পুকুরের ঘাটে টোপা পোনা পিচ্ছিল- শ্যাওলার জলে পা দিও ধীরে, সাবধানে। শামুকের চলাচল শুনে- চুপচাপ থির হয়, কালো রুই মাছ পুকুরের জলে মুখ রেখো সাবধানে। কালো চোখ কালো চুল রাতে চুপচাপ আসমানে উঠে যায় চাঁদ নরম আলোয় চুপ থেকো সাবধানে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love