মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান
কুমিরা
ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ-
জোয়ারের জল জেগে ওঠে
ঘাটে ফেরে ঢেউক্লান্ত নৌকার ঝাঁক
আধভাঙা জাহাজেরা ঘুম যায়, পৃথিবী
ঘুমিয়ে গেলে, নেশাতুর ঝাউবন হাসে
কালো রং নৌকারা ইলিশের ঝাঁক নিয়ে আসে
গুন গুন মাছ গোনে, ঠান্ডায়-
চেলাই মদের সুখ, ড্যাবড্যাবে বউ সুখ পাশে
ইলিশের মাঝি রাতে বিছানার রঙ ভালোবাসে