মেহেফিল -এ- শায়র রহমানহেনরী (নির্বাচিত কবিতা)

অভ্রভেদী চোখ নাই
অভ্রভেদী চোখ নাই; স্বার্থের সুরমা তাকে অন্ধ করেছে
এখানে, নোঙ্গর ফেলেছে— জবরদস্ত বাণিজ্য জাহাজ
জেল্লাদার, ভারী। নড়ছে না, চড়ছে না
হাঁসের গায়ের গন্ধ উড়ে আসছে লোকালয়ে
মানুষের নাকে। যেন কোনও বর্ণময় মৃতহাঁস
ভেসে আছে— আলোড়নহারা লোনা জলে
ঢেউ নাই, জোয়ারের সম্ভাবনা নাই
জলের ধারণাঋদ্ধ বিপুল বিস্তার
সুস্থিরচিত্র হয়ে আছে। ব্যাপক কাদার মধ্যে
বসে-পড়া অলস মহিষসম দিন-পঞ্জি
পৃষ্ঠাময় শুয়ে আছে— গজেন্দ্র পঞ্জিকা
মনে হচ্ছে, কলার ভেলায় চেপে
অনর্গল ধাক্কা না দিলে
নড়বে না— এই লোহার টনক!