মেহেফিল -এ- শায়র রতন বসাক

বেঁচে থাকতে

বেঁচে থাকতে করলে নাতো
আমায় কোন আদর,
এখন কেন জড়াও তোমরা
আমার দেহে চাদর ?
করে গেলাম সবার জন্য
সারা জীবন ধরে,
এখন তোমরা দিচ্ছ ফেলে
শান্তি কোথায় মরে ?
দেহে আমার যতো ছিল
সবই নিলে খুলে,
ক’দিন পরে তোমরা সবাই
যাবে আমায় ভুলে ।
দু’দিন ধরে কাঁদবে তোমরা
হয়তো পাবে কষ্ট,
কত কষ্টের কামাই আমার
করবে তোমরা নষ্ট ।
বেঁচে থাকতে তোমরা যদি
ভালোবাসা দিতে,
সারা জীবন চলার জন্য
হতো আমার হিতে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।