মেহেফিল -এ- শায়র মনিরা পারভীন (নির্বাচিত কবিতা)

তুমি কি শুনছ
তুমি কি শুনছ?
আমার বেশি কিছু চাওয়ার নেই
মহাশূন্যের কাছে চেয়েছি পূর্নিমা চাঁদ
সাগরের কাছে ক্লান্তিহীন গর্জন
আকাশের কাছে একটুকরো শুভ্র মেঘ
আর পাহাড়ের পাশে একটু ঠাঁই।
তুমি কি শুনছ?
খুব বেশি পাওয়ার ইচ্ছে নেই আমার
বৃষ্টির কাছে একমুঠো লোনা জল
পথে পড়ে থাকা কোনো বুনো ফুল
নিশি আঁধারে একটি জোনাকীর আলো
আর ভোরে সূর্যের নরম রোদের ছোঁয়া।
তুমি কি শুনছ?
খুব বেশি আশা করিনি কখনো
বেলি ফুলের গহনায় সাজাব নিজেকে
সুতি পাড়ের শাড়িতে হব নারী।
ছোট্ট একটা ঘর হবে,সাথে একটা বারান্দা
জানালার পাশে ফুটবে গন্ধরাজ বা দোলন চাপা
সমীরণ সে সুবাস মাখিয়ে দুঃখ করবে বিনাশ
আর আমি শুনব বৃষ্টির করুন কাহিনী
নয়নের জল ফেলে বলব, পাশে আছি।
তুমি কি শুনছ??
আমাকে অল্প কিছু দিলেই হবে
ধোঁয়া ওঠা চায়ের কাপে কিছু গল্প স্বল্প
সারিসারি গাছের মাঝে পথ চলার আনন্দ
আর কোনো এক সন্ধ্যায় একগুচ্ছ রজনীগন্ধা।
দিনের ক্লান্তি শেষে বুকে দিবে ঠাঁই,
কপালে দিবে আদর আর নিশ্চিন্ত নিরাপত্তা।
তুমি কি শুনছ?
আমাকে কি শুনছ তুমি?