মেহেফিল -এ- শায়র বীথি রহমান (নির্বাচিত কবিতা)
আমাদের দেখা হবে না
এক শহরে থেকেও আমাদের দেখা হবে না
আমরা অফিস করবো
ছুটির দিনে রেস্তোরাঁয় বসবো
মন কেমন করলে লং ড্রাইভে যাব
কেনাকাটাও করবো ঘুরেফিরে একই মলে
তবু দেখা হবে না।
অবশ্য দেখা না হলেই কী হয়?
মধ্যরাতে দক্ষিণ আকাশে জ্বলজ্বল করা
জ্যোতিষ্কের মতো
আমরা পরস্পরের মনের মধ্যে জ্বলি
আমাদের বুকে প্রেমের যে সমুদ্র ধরেছি
তা এক শহর কেন, ভিন্ন গ্রহে থেকেও
উষ্ণতায় উতলা হয় শরীরের আনাচ-কানাচ।
কী এমন হয় দেখা না হলে?
দেখা হলে বড়জোর এক রিকশায় চড়বো
সিনেমায় যাব
দু’একটা চুমু-টুমু খাব
অথবা বেশি হলে হুটহাট চলে যাব তোমার মিরপুরের ফ্ল্যাটে
তারচে এমনই হোক
দেখা না হোক আমাদের
এই যে দেখা না হওয়ায় এমন করে ভাবছি
খুব দেখা হোক হোক করে আকুল হচ্ছি
দেখা হলে যদি আর না চাই এভাবে…?