মেহেফিল -এ- শায়র বিকাশ চন্দ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সম্মোহন
নিঃশব্দে বিভাজন প্লাজমা এবং রক্তে
চতুর্দিকে নীরবতা নাভিকুণ্ডলী পদ্ম জন্ম কলা—
তারও নীচে আলো বাতিঘর
ভেসে যায় অমলিন জমিন জঠর।
হেঁটে গেছে যে পথে শরীর সন্তান
মায়ের শরীর জানে রক্ত সেঁচে নির্বিবাদী দুধের দোহন
সাদা কালো কত না পায়রা দিয়েছে হাওয়া
জানাছিল কী জননী সংসার আল্লার ঘরে না ঈশ্বরের।
প্রদক্ষিন কাল বড় বেদনা জ্বলে ওঠে আগুন
নিরাপদ দূরত্বে রঙিন কাঁচের ঘরে রাজা রানী
ঠোঁট মুখ নড়ে কথা আসেনা অন্য কোন ঘর সংসারে
যে টুকু লজ্জা আভরন কেবলই কী আত্মার স্বরে।
রক্তে দুধের সে কেমন বিভাজন গোপন সন্ধিকাল
সরল ইচ্ছের ডাক যে জানে সে জানে আতান্তরে
বুকের উষ্ণতায় বেড়ে ওঠে সুখ দুঃখ নীরব অবতরণ
বরণের কি রঙ ধুলো পায়ে দুটো ঠোঁট মরমি সম্মোহন।