আমি শান্তির পায়রা
একটু পরেই উড়িয়ে
অনুষ্ঠানে যাত্রা শুরু।
পাদুটো বেধে রাখা
কেউ একজন দেহটাকে চেপে ধরেছে
দুরু-দুরু মনকম্পন
ভবিষ্যত কি জানি না
চারদিক উৎসুক জনতা
মহামান্য প্রধান অতিথি
একটু পরে শূন্যে ছুড়ে ফেলবে
খুলে যাবে পায়ের বাঁধন
ঠিকানাবিহীন শূন্যে উড়িয়ে
ঘোষণা করা হবে উৎসবের।
শান্তি শান্তি খেলার আগে
আমাকে বন্দি করার সূচিপত্র
হৃদকম্পন,স্বজন চোখের জল
মুক্তির নামে বন্দিত্বের অসহায়ত্ব
উৎসব বাজনের তান্ডব
পেটে একফোটা দানা না দেয়ার কথা
এসবের কিছুই বুঝলো না উৎসবমুখরেরা
অথচ আমি
ওদের উৎসববন্ধনার অন্যতম অণূসঙ্গ।
উৎসব বন্ধনায় বন্দিত্ব মুক্তি পেয়ে
আমি উঠলাম অচেনা এক গন্তব্য থেকে
অজানা আরেক গন্তেব্যে
কারণ আমি যে শান্তির পায়রা
আমাকে ছাড়া উৎসব-অনুষ্ঠানের শুদ্ধতা নেই।