মেহেফিল -এ- শায়র তাহমিনা শিল্পী (নির্বাচিত কবিতা)

ইচ্ছেডানার সহযাত্রী

এক

আকাশ আজ ঝকঝকে নীল।
সাদা মেঘের আলপনায় উড়ছে রোদ্দুর।
নেমন্তন্ন পেয়েছি,জলডুব দেয়া বিষন্ন পানকৌড়ির।
আজ আমি হতে চাই ইচ্ছেডানার সহযাত্রী!

দুই

একটি গেরুয়া সন্ধ্যের অপেক্ষায়
সময় গুনছে এক কাপ ক্যাপাচিনো!
ঠান্ডা হতে হতে ধোঁয়ার কুন্ডলি
সুবাসটুকু ছড়িয়ে দিচ্ছে মোলায়েম বাতাসে।

তিন

যেদিন থেকে বুঝে গেলাম
আকাশ মানে তুই,
সেদিন থেকেই ইচ্ছে ভীষণ,
আকাশটাকে ছুঁই!

চার

ভরদুপুরে সূর্য মুখ লুকালো ঘনকালো মেঘের আড়ালে।
তোমার হাসির মত;
ঝমঝম করে বেজে উঠলো বৃষ্টিনূপুর।
পাশ থেকে উঠে গেলে,কোন কথা বললে না।
মৃদু হাসিতে ডেকে গেলে,
বৃষ্টিতে ভিজবো-
চলো ছাদে যাই।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।