মেহেফিল -এ- শায়র তন্ময়ী দত্ত অনু (নির্বাচিত কবিতা)
by
·
Published
· Updated
অবরুদ্ধ নগরীর অস্পৃশ্য তুমি ও আমি করোনা ভাইরাস
আমি আকাশে বাতাসে ঘুরি
অস্তিত্বহীন অদৃশ্য অদ্ভুত এক জীবাণু!
অস্ত্রের চেয়েও ভয়ংকরী!!
আমি তোমাদের মাঝে বিভেদ সৃষ্টিতে পারদর্শী
চাইলেও তোমরা যেতে অপারগ প্রিয়জনের কাছাকাছি।
হা হা! তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী!
সমগ্র পৃথিবী আজ আমার কাছে নতজানু জানি।
আমি পরাক্রমশালী!
পরমাণু বোমাও আজ ধরাশায়ী।।
আহা!মানুষ তোমরা আজ কত অসহায়!
যার আতংকে তোমাদের দিন যায়।
আমি তোমাদের মৃত্যুদূত!
তোমাদের দম্ভ আজ বিচূর্ণিত-
তোমরা ছিলে রাজাধিরাজ
তোমাদের আত্ম-অহংকারে ফাটল ধরিয়েছি,
আমিই সে-ই ‘করোনা ভাইরাস’।
তবুও তোমরা নির্মম-নির্দয়!অবলা প্রাণীকুল অসহায়
এখনো তোমাদের স্বেচ্ছাচারি-অনুভুতিহীন আচরণ
সভ্যতাকে কাঁদায়।