বিশ্বজুড়ে করোনা আতংক
অবরুদ্ধ স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্র,
আক্রান্ত জার্মানি, ভারত অঞ্চল
অসহায় বিশ্বের অন্যান্য প্রান্ত।
মৃত্যুর মিছিলে শতকের ঘর ছাড়িয়ে হাজারে,
জ্যামিতিক হারে তা বৃদ্ধি পেয়ে আজ লক্ষে
হতবাক বিশ্ব নেতৃত্ব, গোটা জাতি স্তব্ধ।
মানবকুল রক্ষায় সেবক চিকিৎসক
ঝুঁকির সাথে দিনরাত ছোটে,
কখনও সফলতা কখনও অসফলতার ব্যথা।
বিচিত্র অভিজ্ঞতায় ডাক্তারের ঝুড়ি ভরা,
কখনও বা হিমশীতল মৃত্যুর সাথে
ওদেরও করতে হয় গভীর আলিঙ্গন।
মানবতা কাঁদে তিক্ত অভিজ্ঞতার বাঁকে বাঁকে।
কোভিড নাইনটিন করোনা
বিধ্বংসী বীভৎস এক জীবাণুর নমুনা
অস্ত্রের সাথে হয় না তার মোকাবিলা।
চিরায়ত অভ্যাস প্রথা-কোলাকুলি হাতেধরা
প্রিয়জনের পাশে থাকা, মাথায় স্নেহের হাত রাখা সবকিছুই বয়কট বর্জন।
নিষ্ঠুর করোনা ত্রাসের রাজ্যে বিষাক্ত ছোবলে,
জনবিচ্ছিন্ন সমাজ, আমরা প্রত্যেকে আলাদা,
প্রিয়জনদের থেকে সঙ্গনিরোধ তত্ত্বের অনুশীলনে।
আর কতদিন বইবো সঙ্গনিরোধের ভার
অনভ্যস্ত অস্বাভাবিক জীবনযাপন।
আমরা মনুষ্যজাতি করি গভীর আকুতি সৃষ্টিকর্তা তোমাতে,
রক্ষা করো তোমার প্রিয় সৃষ্টিকে।
সন্ধান দাও নির্ভীক ভয়শূন্য সুবিন্যস্ত পথের
যেখানে নিতে পারি স্বস্তির এক গভীর নিঃশ্বাস।