মেহেফিল -এ- শায়র জবা ভট্টাচার্য by TechTouchTalk Admin · Published March 20, 2020 · Updated March 20, 2020 অন্য বসন্ত এই যে এলোমেলো বেঁচে আছি– বিষাক্ত ছোবলে নীল অর্ন্তগত কেউ, তবু যেন লাবণ্য হারায় না বেঁচে থাকা। চৈত্রের রোদ যতোই বিস্কোরণের মন্ত্র দিক কানে আদর থেকে যায় বোতামের ঘরে সুতোর গভীরে, — তারপরেও স্পর্শ মেঘ বাঁচে–আরাবল্লী থেকে অলকায় যেতে গিয়ে ভিক্ষে দিয়ে যায় দীর্ঘশ্বাস , যা দীর্ঘ হয়ে ঋদ্ধ হয়,আমারই বসন্ত চৌকাঠে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব – ১৮) June 11, 2021 by · Published June 11, 2021