মেহেফিল -এ- শায়র খাতুনে জান্নাত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নিঃসঙ্গ ঘুম
তারপর রাত শেষ হয় অধিকারের দীপ্ত বলয়ে
জানালায় নিঃশ্বাস কার!
কার ভেজা ছায়া!
ভেজা চোখ ঘুমে ঢলে অসময়!
জাগতিক জাগ্রততার সাথে বড় বেশি বৈসাদৃশ্য
প্রকৃতির উল্টোপিঠে পড়ে থাকা প্রাকৃত জীবন।
উজ্জ্বল সূর্য
নৃত্যরত দিন–
তার চাপে শত বছরের গোপন কথা যেমন লুকিয়ে থাকে
তেমনই অভীপ্সা, ধীক্কারবহ, পলায়নপর আকাঙ্ক্ষা
মতান্তর আর মনান্তরে ডুবে থাকে হাজার বিকারে…
স্পর্শহীন স্পর্শের লাভায় তৃষ্ণা
অবিরত হাঁপরের উঠানামার রাত্রি\
বিগলিত এলযোলাম-এমিলিন ঘুমে
পরস্পরে ফাঁকি আর উদাসীনতার হীম
দহন ও দাহ্যে সমন্বিত
নিয়তির ক্রুশে বিদ্ধরত ঘুম
একা, বড় নিঃসঙ্গ এখন।