মেহেফিল -এ- শায়র এম.জে মামুন
রাজদ্রোহী
আজ রুদ্ধদ্বার স্বাধীনতার
শেকল বন্দী পা’য়ে,
চারদিকে উল্লাস মৃত শবের
জ্যান্ত পালায় নায়ে।
হাঁক ডাকছে শেয়াল শকুন
বেগ্র গুহায় বন্দী,
দালালরা সব লুটেরাদের
সনে করছে সন্ধি।
শুধু রবি নয় সবই ডুবছে
ঊষা-বাক-সত্য-স্বাধীকার
চলে রাজদ্রোহীর প্রণাম ভক্তি
বৈরী জবানবন্দি নেহি-তার।