মেহেফিল -এ- শায়র আলম তালুকদার (নির্বাচিত কবিতা)

করোনার আলামত
আমাদের সালামত
দিয়া গেল মতামত
ভালো নয় আলামত
আছে শুধু নানামত
নাই কোনো দাদামত!
তাই দিয়া মতামত
খেতে গেল জিয়াফত
তারপরে কিয়া মত?
ভালো হবে আদালত
ভালো হবে খেলাফত
ভালো হবে মেরামত
ভালো হবে নিয়ামত।
ভালো নয় আধামত
ভালো নয় তালামত।
দিতে হবে সবার হক
ভালো হবে অধ্যাপক
ভালো হবে গবেষক
ভালো হবে চিকিৎসক
ভালো হবে প্রশাসক
ভালো হবে প্রকাশক
ভালো হবে নিয়ামক।
করোনার আলামত
কিয়ামত! কিয়া মত?!!