মেহেফিল -এ- শায়র হামিদা আনজুমান
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

নাম:হামিদা আনজুমান
বাবা: মোহাম্মদ ইসহাক
মাতা: পিয়ারা বেগম
নিজ জেলা: ব্রাহ্মনবাড়িয়া
পড়াশুনা: স্নাতক, স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
চাকরি: সহকারী অধ্যাপক,রসায়ন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ।
শখ: বই পড়া, লেখালেখি, বাগান করা, গানশোনা,স্কাউটিং
লেখার বিষয়: ছড়া, কবিতা, প্রবন্ধ, পানতুম কবিতা
প্রকাশিত বই: শিশুতোষ ছড়ার বই "চড়ুইভাতি", ২০১৬
পানতুম কবিতা
বাঁশিওয়ালা
এক যে এলো মিষ্টি বাঁশিওয়ালা
বাঁশি বাজায় নেশা মাতাল সুরে
ধ্রুপদী সুর কাঁপায় মনের মালা
সুখ পাখিটা আনাচ কানাচ উড়ে।
বাঁশি বাজায় নেশা মাতাল সুরে
তৃষ্ণা জাগে প্রহর শিকায় তুলে
সুখ পাখিটা আনাচ কানাচ উড়ে
ভুলে কেবল তারেই ডাকে ভুলে।
তৃষ্ণা জাগে প্রহর শিকায় তুলে
কেমন সে যে দেয়না তো হায় ধরা
ভুলে কেবল তারেই ডাকে ভুলে
কেবল বাজে বাঁশি হৃদয় হরা।
কেমন সে যে দেয়না তো হায় ধরা
বুঝে না তো দক্ষিণ হাওয়ার চিঠি
কেবল বাজে বাঁশি হৃদয় হরা
তার বিহনে বিস্বাদ এ মন দিঠি।
বুঝে না তো দক্ষিণ হাওয়ার চিঠি
চাইবো তাকে চাই যে সকল বেলা
তার বিহনে বিস্বাদ এ মন দিঠি
এক যে এলো মিষ্টি বাঁশিওয়ালা।