মেহেফিল -এ- কিসসা প্রদ্যুৎ রাজগুরু (অনুগল্প)

বিলকুল ফিট

ভারতবর্ষ আজ বিপন্ন l মারণ রোগ , কোরোনার কোরাল গ্রাসে আক্রান্ত বিশ্ব l তাই দেশ জুড়ে লক ডাউন চলছে l তাই আমিও পরিবার নিয়ে গৃহ বন্দী l   হাসি ,দুঃখ ,চিন্তা ,উৎকণ্ঠা সবে মিলে বেশ কেটে যাচ্ছে দিন গুলো l তবে ঘরে এই ভাবে বন্দী থাকতে থাকতে বেশ ক্লান্ত লাগছে l মাঝে মাঝে বন্ধু পিকাটির কথা খুব মনে পড়ছে l ওর মতো ছেলের পক্ষে এই ভাবে বন্দী থাকা একেবারে অসম্ভব l তাও আছে ! হয়তো জীবন মরণের প্রশ্নের খাতিরে l আমাকে প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় ফোন করে , সব কিছুর আপডেট দেয় পিকাটি l কিন্ত ওর আক্ষেপের বিষয় হলো , ও এখন পাড়াতে , পাড়াতে ঘুরতে পারছে না l কার কি হলো ,গেল কিছুই জানতে পারছে না ! হঠাৎ করে , দুই দিন হলো পিকাটির কোনো খবর নাই l এই অবস্থায় আমি ভয় পেতে লাগলাম l ভাবলাম ওর আবার হলো নাকি —- l ভাবতে ভাবতে পিকাটির বউয়ের ফোন —-  দাদা ,পিকাটি অসুস্থ , ওকে হাসপাতালে ভর্তি করেছি l আপনি আসতে পারবেন , দাদা ? এই সোশ্যাল ডিস্টেন্সিঙ পিরিয়ড এ জোর করে বলতে পারলাম না — হ্যাঁ নিশ্চই যাচ্ছি l খুব কাছের সহ – কর্মী পিকাটি l তার বিপদে যাবোনা এটা হতে পারে না l গেলাম l  ডাক্তার বাবু বললেন ,  সে রকম কিছুই তো পেলাম না — নো ফিভার , কফ্ , গলা ব্যথা l  কেবল একটু ছটপটানি ভাব l প্রেসার  টা একটু হাই l আমি পিকাটির কাছে গেলাম — কি  রে  কি হলো ? পিকাটি আমাকে দেখে , বললো — কি রে আসতে এতো দেরি করলি ? আর বলিস না বন্ধু , রাস্তায় পরিমল বাবুর সাথে দেখা l ওনার মেয়েটা , পাশের গ্রামের পটলা মন্ডলের ছেলের সাথে পালিয়েছে l কাল সারা রাত অশান্তি l এই কথা শুনা মাত্র পিকাটি লাফ দিয়ে উঠে
পড়লো l যাক বাবা এতো ক্ষনে শরীরটা ভালো লাগছে l কাল রাত থেকে পরিমল বাবুর বাড়ির ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম l কিন্তু , কিছু বুঝতে পারছিলাম না l  তাই প্রেসারটা বেশ বেড়ে গেল  l  পিকাটি তার বৌ কে বললো — চলো আমি বিলকুল ফিট l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।