• Uncategorized
  • 0

মুড়িমুড়কি -তে জয়া চৌধুরী

একটি রাজনৈতিক রিপোর্টিং

একটি রাজনৈতিক হত্যা ঘটেছে। টিভির সংবাদ চ্যানেল “ফ্যানানো খবর” এর রিপোরটিং-
5 Pm
– নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর হল
গদাইতলার লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু।
পানিপথে আক্রমণাত্মক মেরুন পার্টির নেতা শ্রী হযবরল।
স্বামীকে লুডু খেলতে বাধা দেওয়ায় স্ত্রীর হাত থেকে রিমোট কেড়ে নিলেন স্বামী, থানায় বে ফাই আর।
রিকশার সিটে পাঁচশ টাকা কুড়িয়ে পেয়েও থানায় জমা দিলেন রিকশাওয়ালা সনাতন গুই।
হনলুলুতে গাদি খেলায় নক্ষত্রবিদায়।
খবর বিস্তারিত-গদাইতলার লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা ঘটনাস্থলে অপেক্ষারত আমাদের সাংবাদিক ফোচন মালের কাছে সরাসরি চলে যাচ্ছি-
– হ্যাঁ ফোচন, শুনতে পাচ্ছ
– হ্যালো হ্যালো স্টুডিও থেকে বলছি টিঙ্কু, শুনতে পাচ্ছও?
চেক শার্ট পরা এক যুবক হাতে মাইক নিয়ে চিন্তিত মুখে শুরু করে-
– হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি টিঙ্কু , আজ বিকেলবেলা এখানে গদাইতলায় লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু। বিকেলবেলা এখানে একটা ‘বসে থেকো’ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ করতে এসেছিলেন তিনি। এদিকে ক্যামেরা টা আনো …
– হ্যালো কী বলছ? শোনা যাচ্ছে না ফোচন… হ্যালো
দেখা যায় ফোচন হাতে মাইক ধরে ঠোঁট নাড়িয়ে কী যেন বলে চলেছে। দর্শকের কানে কিছুই পৌঁছচ্ছে না। কুড়ি মিনিট ক্যামেরাটা ওখানেই তাক করা থাকে। ইতিমধ্যে চ্যানেল ঘুরিয়ে আরো কয়েকটা সার্ফিং করা হয়ে গেছে। কিন্তু সবেতেই বিজ্ঞাপনের বিরতি চলছে। জানবার কৌতূহলে অধীর দর্শক আবার “ফ্যানানো খবরে” ই ফিরে এসেছেন। সেজেগুজে সাংবাদিক মেয়েটি তখন-
– হ্যাঁ এবার শোনা যাচ্ছে ফোচন, আমাদের জানাও যে ওখানে কীভাবে ঘটনাটা ঘটেছে
– হ্যাঁ টিঙ্কু, আজ এখানে একটা ঘটনা ঘটেছে মানে একটা সাঙ্ঘাতিক ব্যাপার দেখা গেছে , এখানকার ছেলে হ বাবু এখানকার তিনি ন মাসের বিধায়ক, তিনি একটি বসে থেকো প্রতিযোগিতায়
– … তুমি ওখানেই থাকো ফোচন, আমাদের বিজ্ঞাপনের বিরতির সময় হয়ে গেছে। আমরা এখনই ফিরে আসব ফ্যানানো খবরে, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন।
দর্শক অনেকক্ষণ টয়লেট চেপে রেখেছিলেন। ভাবলেন এই ফাঁকে বাথরুম সেরে আসি। নিউজটা ভালভাবে দেখতে হবে। বাথরুম থেকে বেরোতে না বেরোতেই বেয়াই মশাইয়ের ফোন। প্রায় ছ মাস পরে ফোন করলেন তিনি। কাজে কাজেই একগাদা কথাবার্তা হল। জামাই কবে আসছে ব্যাঙ্গালোর থেকে মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলমিশ করে থাকতে পারছে কী না ইত্যাদি গল্প করে অনেকটা বেজে গেছে। টিভি ওঘরে ছাড়াই আছে। এদিকে আবার সন্ধ্যেবেলা সলিল চলে এল আড্ডাতে। ব্যাস আর কী ছাড়ে। কর্তা আর বন্ধুতে ড্রইং রুমে আড্ডায় মেতে উঠলেন। গিন্নি একেবারেই টিভি দেখেন না। কারণ তাঁর সোস্যাল ওয়ার্কের হবি। সন্ধ্যে হলেই নানা রকম মিটিং থাকে। বন্ধু চলে গেল যখন তখন
7.30 pm
নাছোড় টিঙ্কু জিজ্ঞেস করে যাচ্ছে তখনও
– কিন্তু ফোচন, উনি কী স্ট্রাইপ শার্ট পরেছিলেন না প্লেইন?
– কিন্তু স্ট্রাইপ শার্ট পরেছিলেন হ বাবু। এ বিষয়ে জানতে চেয়েছিলাম আমরা। কিন্তু শার্ট এর রঙ ময়নাতদন্তের পরে জানা যাবে। কিন্তু আততায়ীর গুলিতে মারা গেছেন আজ সন্ধ্যায় গদাইতলার লেবুকুচি পার্কে বেগুনি পার্টির হ বাবু।
– অনেক ধন্যবাদ ফোচন, আমরা এখন স্টুডিওতে ফিরব, এখানে আলোচনার জন্য আমাদের অতিথিরা এসে গেছেন, ততক্ষণ তুমি সঙ্গে থাকো আমরা আবার তোমার পাশে ফিরে আসব
–  আজকের বিশেষ সংবাদ হল যে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি গদাইতলার লেবুকুচি পার্কে পার্টির হ বাবু। আমাদের স্টুডিওতে অতিথিরা এসে গেছেন । আমরা তাঁদের সঙ্গে আলোচনায় যাব কিন্তু তাঁর আগে অন্যান্য খবরে চোখ রাখব আবার-
– গদাইতলার লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু।
– পানিপথে আক্রমণাত্মক মেরুন পার্টির নেতা শ্রী হযবরল।
– স্বামীকে লুডু খেলতে বাধা দেওয়ায় স্ত্রীর হাত থেকে রিমোট কেড়ে নিলেন স্বামী, থানায় বে ফাই আর।
– রিকশার সিটে পাঁচশ টাকা কুড়িয়ে পেয়েও থানায় জমা দিলেন রিকশাওয়ালা সনাতন গুই।
– হনলুলুতে গাদি খেলায় নক্ষত্রবিদায়।
8 pm
চারজন বসে আছেন সোফাতে। একজনের মাথায় চুল নেই, আর একজ্জনের মাঝে সিঁথি, আর একজন গম্ভীর মুখ স্যুট পরা, শেষ জন ভয়ঙ্কর সাজগোজ করে এসেছেন। অ্যাঙ্কর মুখ খুলতে না খুলতেই কাই কাই করে উঠল সবাই
– আপনাদের সাদা পার্টির কাজ ওটা
– ইয়ার্কি করার জায়গা পান না? এটা স্টুডিও আপনাদের পার্টি অফিস না। সাদার কথা এল কোত্থেকে?
– দেখুন বেগুনি পার্টিকে সামনের ইলেকশানে আপনারা কিছুতেই হারাতে পারবেন না
অ্যাঙ্কর মেয়েটি সবার মাঝখান দিয়ে গলা চড়িয়ে বলে-
– ফোচন আমরা তোমার কাছে চলে এসেছি আবার। আমাদেরসঙ্গে আছেন মাননীয় অতিথিরা, তুমি দর্শকদের সরাসরি জানাও ঘটনাটা কীভাবে ঘটেছিল?
ফোচন ঘামছে তখন। কপালের বিজবিজ ঘাম রুমালে মুছে আবার শুরু করল – – – আজকের লেবুকুচি পার্কে হ বাবু
– ফোচন একটু বিস্তারিত জানাও যদি
– গদাইতলার লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু।
– লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে গদাইতলার  বেগুনি পার্টির হ বাবু নিহত হয়েছেন
– গদাইতলার লেবুকুচি পার্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বেগুনি পার্টির হ বাবু।
– পার্কে আততায়ীর গদাইতলার  বেগুনি পার্টির লেবুকুচি গুলিতে নিহত হয়েছেন  হ বাবু
– আততায়ীর পার্টির গদাইতলার লেবুকুচি পার্কে  গুলিতে নিহত হয়েছেন বেগুনি হ বাবু পার্টির
– লেবুকুচি লেবুকুচি লেবুকুচি গদাই তলা গদাইতলা গদাইতলা………
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।