আপনি পারেন,আজও পারেন…খুব মনকেমনের সময় এখনও বুকশেল্ফ খুঁজে কেন জানিনা আপনার লেখা কোনো একটা বই হাতে নিয়ে ফেলি!হাজার বার পড়া একটা গল্প প্রতিবার একইভাবে ভালোলাগে এমনটা আর কোনো লেখকের সাথে আমার কখনও হয় নি,হয় না।প্রিয় লেখক বলার সময় এই বয়সেও নির্দ্ধিধায় এখনও বলে দিই সত্যজিৎ রায়…
আপনাকে শুভ জন্মদিন বলার লোক অগণিত,আমি শুধু আপনাকে আজ একটা গভীর ধন্যবাদ দিতে চাই,আমাকে একটা নির্ভেজাল ছোটবেলা দেওয়ার জন্য।
নির্ভেজাল কিন্তু দৃঢ়…
দৃঢ় কিন্তু সহজ…
এতো সহজ কিন্তু মগজাস্ত্রে শাণ দেওয়ানো ছোটবেলা দেওয়ার জন্য।
এইভাবে জীবনের শেষদিন অবধি আমার ভিতরে থেকে যাবেন ফেলুদা হয়ে,প্রফেসর শঙ্কু,মোল্লা নাসিরুদ্দিন কিংবা উদয়ন পন্ডিত হয়ে…