মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো?
ঠিক এটাই হতে চলেছে আগামী বছর ২০২০ তে।সাধারণ ভাবে আশ্বিন মাসেই দেবীর আবাহন হয়। কিন্তু মা আগামীবছর আশ্বিন মাসে আসছেন না। কেন আসছেন না, ভাবছেন তো!
মহালয়ার ৩৫দিন পর কেন দুর্গাপুজো হবে প্রশ্নটা নিয়ে আমরা গিয়েছিলাম এক বিশেষজ্ঞর কাছে। তিনি বললেন, আরে এ আর নতুন কি? এর আগেও তো ১৯৮২ ও ২০০১ খ্রিস্টাব্দে এটা হয়েছিল। তিনি আরো বললেন,বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০২০-র আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়েছে।সনাতন হিন্দুমতে,আশ্বিন মাসে দু-দুটি অমাবস্যা পড়ার জন্য মাসটি মলমাস বলে পরিগনিত হওয়ার কারণে দুর্গাপুজো আগামী বছর ২০২০তে কার্তিক মাসে হবে।
নোট করে রাখতে পারেন, আগামী বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর আর দেবীর বোধন ২২ অক্টোবর।