ভোটের প্রবণতায় আপের জয় স্পষ্ট হতেই প্রশান্ত কিশোর বিঁধলেন বিজেপিকে। তিনি টুইট করলেন,”ভারতের আত্মাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিল্লি।” ২০১৪ সালে নরেন্দ্র মোদীর রণনীতিকার ছিলেন প্রশান্ত।কিন্তু পরে সম্পর্কে চিড় ধরে। নীতীশ কুমার ডেকে নেন প্রশান্তকে। উত্তরপ্রদেশে কংগ্রেসের রণনীতিকারও ছিলেন ‘বিহারিবাবু’। পশ্চিমবঙ্গে এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে রয়েছেন। আর বিজেপির সঙ্গে প্রশান্তের সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। এনআরসি-সিএএ নিয়ে নীতীশকেও বিঁধেছেন প্রশান্ত কিশোর।