উন্নাও-এর সেই মেয়েটি আমাদের কে! আমরা কেন তাকে নিয়ে লিখবো কবিতা!সে কে?আমাদের মেয়ে? আমাদের মা?আমাদের বোন, না কি আমাদের দেশমাতৃকা!এসবই তো বাস্তব!না,ঐ নামে সিনেমার কোনো গল্প না!চুন চুন করে নিকেশ না! জাস্টিস ফর অল!
হিন্দু বলে শুধুই গর্ব না, না মুসলিম,না মানুষ বলেও না! অসভ্যতা-বর্বরতাও হার মেনেছে।জ্বলন্ত ঐ মেয়েটির কাছে নাকি মায়ের কাছে!
এভাবেই রোজ রোজ পুড়ছে আমাদের আত্মা!
মায়েরা জ্বলছেন উন্নাও থেকে কাঠুয়া।
না, আমরা কেউ তার মা-বাবা না।
সে আপনার বা আপনাদের কারো মেয়ে না।
উন্নাও নিয়ে প্রতিবাদী যাঁরা,তাঁরা সব শয়তান,সব চক্রান্তকারী,তাঁরা কেউ দেশপ্রেমিক না, মানুষ না!
না, উন্নাওয়ের ঐ মেয়েটি আমাদের বা আপনাদের কেউ না।ক্ষমতার দম্ভে প্রতিদিন ভারতমাতার আত্মা পুড়ে যাচ্ছে যাক না…