বিশ্ব কবিতা দিবসে হৃদয় মালাকার
প্রতিদ্বন্দ্বী দৃষ্টি
আমার দৃষ্টিরেখা বরাবর
একটি নারী হাত একটি পুরুষ হাত
এক হয়ে গেলো
আমার চোখের অগ্নিগোলক দুটি
আচমকা পুড়তে শুরু করলো
চোখের শরীরে কয়েক ফোটা সমুদ্রজল
ঢালতে গিয়েও ঢালি নি