বিশ্ব কবিতা দিবসে হরিৎ বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
ইঁদুরের চোখে
সভ্যতার সবচেয়ে দীর্ঘতম উর্বর নদী
চারদেয়ালের দরজা দিয়ে বেরিয়ে
পাঁচমাথায় এসে দাঁড়াল
কোলা ব্যাঙের পিঠের মতো মেঘলা সকাল
মুখোশের মতো ঝুলে আছে
বংশপরম্পরায় এইসব নদীরা
খুব সহজেই অলিগলি পেরিয়ে
যেকোনো ঘর বারান্দা আর্দ্র করার নেশায়
সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে
বেশ কিছু সাদা পাতায় আকাশ রঙ ভরে
বিলি করেছিল বৃষ্টিদিনের একঘেয়ে সন্ধেয়
দরজা বলতে আমরা খুঁজেছিলাম কাঠ
সব অঙ্ক এলোমেলো করে দিয়ে
যে আড়ালে চোখ বুজে ফেলা যায়
আলোকিত হাতের সাড়া শোনা যায় না
এমন ইঁট পাথরের কোলাহল থেকে
যে সব বহুতল বেসুরো তাল দিয়ে যাচ্ছিল
নদীর শুশ্রূষায় বেড়ে ওঠা মাটির যন্ত্রসঙ্গীতে
তারা সব দাদুর বাবার তুলে রাখা লেপের ভেতর
দরজার পরিচয় না জানায়
সারাজীবন নদী খুঁজেছিল নেংটি ইঁদুরেরা
ইতিহাসের তাড়া খেয়ে চোখ রগড়ে ঘুম তাড়িয়ে
মাঠে মাঠে বীজ বুনেছিল তারা
শুধু গল্পে পড়া নদীর পাঠ নেওয়া জাতির
ভাতের থালায় আজ ঊষর প্রান্তর
তবুও ইতিহাস বলতে
ইঁদুরের চোখে দরজা ঘর নদী ।