বিশ্ব কবিতা দিবসে স্বপ্না আচাৰ্জী
by
·
Published
· Updated
কবিতা আমার
কবিতা আমার সিক্ত শ্রাবণ ,
কবিতা আমার গভীর যাপন ।
কবিতায় বাঁচি , কবিতায় মরি ,
তবু কবিতার সাথেই ঘর করি ।
কবিতা আমার দ্বিধা ও দ্বন্দ্ব ,
কবিতা আমার তাল ও ছন্দ ।
আমার নিশীথ বাউল রোদন ,
কবিতা আমার প্রখর তপ্ত তপন ।
ঝড় তোলে কবিতা রক্তপ্রবাহে ,
কবিতাই জীবনের গান গাহে ।
আমার সাহস , অভিমান আর প্রত্যয় ,
ভাঙা-গড়াকে কবিতা করে না ভয় ।
কবিতা আমার ভাব আর আড়ি ,
আমার প্রেমের আরাধ্যা নারী ।
নীল আকাশের নির্ভীক শঙ্খচিল ,
আমার নীরব থাকা বা উৎফুল্ল মিছিল ।