• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে শুভময় বিশ্বাস

মধ্যপন্থা

আমায় একটা ভোর কিনে দিতে পারিস?
যেদিন সবার সকাল হবে।
আঙুলের ছোঁয়া মান-হুঁশ ফেরাবে,
পলাশের অনুভবে।
আমায় একটা দুপুর প্রদান করিস।
গরম ভাতের আঁচে।
খিদের স্বপ্ন ক্ষুদ্র শহরে,
মিড-ডে-মিলেই বাঁচে।
একটা বিকেলের সাথে করাস প্লিজ,
আমার মুখোমুখি….
পুরুষত্বকে দেখাবো আয়না।
বলবো….যৌনসুখ-ই….
আমার সন্ধ্যে, আমার থেকেই,
একবার কেড়ে নিবি?
স্লোগানের মত লিখবো শরীরে,
চাঁদই ছিলো বান্ধবী।
রাত গুলো শুধু, হয় আমাদেরই,
শিরায় শরীরে বুঝি
মধ্যবিত্ত বলেই বোধ-হয়।
মধ্য পন্থা খুঁজি….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।