নীচু হতে হয়-
অনেক ক্ষেত্রে
সব কিছু ভেবে চিন্তে আবার সব কিছু
করাও যায় না-
আকাশে মাথা নীচু করা মেঘও
নিজের কাছে হীন নয় ,বরং
নিজের রংয়ের কাছে নীলাকাশকে
আরো উদ্ভাসিত করে দেয়,
আমরা নিজ মনুষ্যত্ব ফুরোনো ফকির,
পা চলে না,মাথায় বাস্তুর ঘুঘু
চরাই কিংবা যান জট পাকিয়ে
রাস্তা পেরিয়ে যেতে চাই
অলৌকিক ভাবে—