সাদা বকগুলি অসামান্য বৈভব ; বিন্দু বিন্দু শান্তি নিয়ে
দাঁড়িয়ে থাকে অপেক্ষায়
কচুপাতার উপর চোখ পড়লেই দেখি জ্বলজ্বল করে আমার
উৎস মুখ – গড়িয়ে যাচ্ছে ঘেমো কপাল – শিরা উপশিরা
জালিকা দিয়ে কিনারার কাছে – পায়ের শব্দ এগিয়ে যায়
স্নানের আপনজন
একটা পুকুর কেটে স্নান সারছে মুক্তি মণ্ডলের স্বজন – ঘাটে তেল সাবানের সাথে গাছের ছায়া – স্বাস্থ্য ফেরাতে উরু জঙ্ঘা কটি দিয়ে গুঁড়ো গুঁড়ো কাঁচের মতো গড়িয়ে আসে নির্জনতা – শেওলা গুলো পাক খেতে খেতে জড়িয়ে ধরে মাটি
কেউ পৃথক নয় – সমস্ত ডালপালা জড়িয়ে আছে জাইলেম ফ্লোয়েম – বিভিন্ন সাঁতারে মাটিই সম্বল – বাতাস ওঠে উঠুক – এই দেহসমগ্র হারিয়ে যেতে যেতে আমিও স্নান করতে চাই গমন নির্গমনে –