বিশ্ব কবিতা দিবসে মন্দিরা ঘোষ
by
·
Published
· Updated
নিস্তার
থোকা থোকা কালো ধোঁয়া ধেয়ে আসছে অবিরল। নিস্তার নেই অন্ধকারেরও।
কোথাও খোলা নেই মাটির রাস্তা।
নো এন্ট্রির গল্পরা সাজিয়ে নিয়েছে নিজেদের খেত-খামার।
পাখিরা বিষয়ী হলো না বলেই আজও উপশমের কাছে বাধা পড়ে রইলো আলো।
আমাদের রক্তিম অনুশাসন দাঁড়িয়ে আছে সিগন্যালে।
সমস্ত সবুজের সৌজন্যে কালির আঁচড়।
ডালে পাতায় মধুমেহর বাড়াবাড়ি। আবাদ হয়নি উঠোনের খড়িদাগ।
চাষের গন্ধ থেকে সরে গেছে লাঙলের মৌলিকতা।
আল ভেঙে ছুটে যাচ্ছে যন্ত্রসভ্যতার খুর।
মাটি থেকে মুছে গ্যাছে জলের অক্ষর ।
ধোঁয়ার সম্পাদ্যে ভেসে উঠছে অজস্র জীবাণুর শৈশব
আর আমরা বোবা পুতুলের ঠোঁটে মাখিয়ে দিচ্ছি রঙিন লিপস্টিক।
সিলিকন বুকে ব্র্যান্ডেড ব্রেসিয়ারের স্ট্র্যাপ আলগা হচ্ছে।
পৌরুষের বিজ্ঞাপনে ঝিলিক মারছে কনডোমের স্ট্যাটাস।
অন্ধকারের জরায়ুতে সন্ত্রস্ত আগুন ভরে আলোর ফাৎনা খুঁজে যাচ্ছি কেবল
যা কিনা অনেক আগেই গিলে ফেলেছে সভ্যতার হাঙর।