একপ্রান্তে একা বসে
চারদিকে গাছেদের মাথা নাড়া
পাখির ডাক,সবুজের সঙ্গে বাদামির
উজ্জ্বল উপস্থিতি
জানলা থেকে
দেখতে পাচ্ছি একটা মেঘ
আরেকটা মেঘের গায়ে
বড্ড নীলের ছোঁয়া,
এত নীল আমাকে বিষন্ন করে
কেমন যেন অনন্তের ডাক শোনায়।
আমি বরাবর হলুদ ভালোবাসি।
এখানে হলুদ নেই, এখানে লাল নেই
লাল ভাবলেই আমি কৃষ্ণচূড়া দেখতে পাই
অবশ্য সে কি লাল!নাকি আগুন!
পাড়া জুড়ে সে তার তাপ ছড়িয়েছে
আমার খুব উষ্ণতা পেতে ইচ্ছে করছে
আমার শরীর উষ্ণ, ঠোঁট তৃষ্ণার্ত
চোখে কি ভীষণ তাপ
শরীর পুড়ছে প্রতি ক্ষণে
একটু আগেও ভালোবাসা চাইছিলাম স্পর্শ চাইছিলাম…
এখন আমি ফিরে যাচ্ছি নিজের ভিতরে-উচ্চারণ করছি-
ওঁ পূর্ণমদ: পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
পূর্ণস্য পূর্ণমেদায় পূর্ণমেবশিষ্যতে।”