বিশ্ব কবিতা দিবসে ফাহমিনা নূর
by
·
Published
· Updated
সম্ভাব্য বনচারী
মোনালিসাকে নতুন ভাবে এঁকে দিও ভিঞ্চি,
তার দুঃখগুলো
চোখ থেকে নেমে ঠোঁটের শরণার্থী হতে
চেয়েছিলো
অথচ এক কুয়াশা মাখা আবছায়া ভোরে
খানিকটা গড়িয়ে চিবুকে হারিয়ে গিয়েছে
চিরতরে।
দ্বিধান্বিত ল্যাজ বাঁকিয়ে শ্যামা পাখি বলেছে-
শীতকে স্বাগত জানাতে ইচ্ছে হলে
গুগল ম্যাপ খুলে হিমালয় খুঁজে নিও
তারই কোনো গোপন গুহায় আমি লুকিয়ে
রেখেছি
চিবুকের ভাঁজ
জেনে রেখো-
‘বসন্ত এসে গ্যাছে’ গেয়ে কোনো লাভ নেই
ফুল ফোটার আগেই ফোয়ারা গুলো শুকিয়ে
যাবে
আর
খড়ি-মাটি দিয়ে লেখা হবে মানপত্র,
যেমনটা লিখতাম আমরা দশম শ্রেণির ছাত্রীদের
জন্য
এর ছত্রে ছত্রে রোদ পোহাবে বিগত দিনের
সংলাপ
উপসংহারে থাকুক না হয় কিছুটা হেরফের,
কিছু মনস্তাপ-
সব দিন কি আর এক রকম হয়!
কোনো কোনো দিন একটা সূর্য আকাশে জাগে
অন্যটি হাসে ঘরের কোণে;
বাগানের কলহাস্যে আমরা ভুলে যাবো
কার বুকে বিঁধেছিলো শর, কার চোখে
নিবেছিলো আলো।
ছুটি নিয়ে আমি সেদিন বনচারী হবো।