বিশ্ব কবিতা দিবসে পিয়ালী বসু ঘোষ
বধির
দূরত্ব শিখেছে,
সাঁকোটা পেরিয়ে ঝিঁঝি আসছে না
অশ্বত্থ মূলে ছড়িয়ে পড়ছে না মনের আকর
মন্দাক্রান্তা আলোয়
ফুটছে না অশ্রুসিদ্ধির ফুল
ঘুমের ভিতরে নদীটা
ভাসাচ্ছে বনবিবির সাজ
ধানখেতও ফিরিয়ে দিয়েছে বেআব্রু দহন
বৈঠার শব্দ নেই, তবু ওদিকেই এগিয়ে চলো হে বধির জঠর
জানো কি!
অবেলার নদীভ্ৰমণ নিছকই কৌতুক
কামবতী মেঘের গুড়গুড় শুনে
লুকোনো সৌরভে ষড়যন্ত্র বাজায় সারেঙ্গি
আমরা কেউ কেউ বৃক্ষ হাতড়ে বেড়াই
লোহিত মোহনায় ভেসে যায় তামাম ফুল,পাতা,গুল্ম, লতা
পৃথুলা শরীরে ভেসে যায় ঢেউ
দুপারে জলমুগ্ধ জীবন দেখি
তবু ছায়া নেই
ছায়া হয়না কেউ