বিশ্ব কবিতা দিবসে নবনীতা চট্টোপাধ্যায়
এভাবেই একদিন
এভাবেই কেটে যাবে আরো অনেকদিন
ঘুমের মাঝে বেজে যাবে তীব্র সাইরেন|
মহাবিশ্বের স্পেসের মত আমাদের দূরত্ব
ক্রম:বর্ধমান হতে হতে সীমানার বাইরে
ফেলে দেবে কত শত নক্ষত্রের আলো|
এভাবেই যাবতীয় হিলিয়াম কার্বন পুড়িয়ে
ভালোবাসার সূর্যটা হয়ে যাবে নিসঙ্গ হিম বামন|
জটিল সম্পাদ্য উপপাদ্যের কারিকুরী নিয়ে
মূহুর্তেরা হেঁটে যাবে জলের দিকে…
নীরবে নেমে আসা কালশিটে মাখা চেতনায়
শেষ হবে আমাদের আমপাতা জামপাতার গল্পেরা…