বিশ্ব কবিতা দিবসে দেবনাথ সুকান্ত
by
·
Published
· Updated
অন্ধকারের নিষেক থেকে লিখছি
তাহলে এটুকুই সম্ভব হল সেদিন অন্ধকারের নিষেক থেকে তুমি ফিরে এলে
নির্ভা তোমাকে দেয়নি কিছুই
আকাশ এক প্রকৃত প্রাচীন বিষাদ হয়ে নেমে এসে ছিল
ডেক্সের উপর খোলা বই অপাঠ্য বর্ণমালা
হাওয়া বলে গেছে কেউ নেই তাই পাতা উল্টে যায়
জড় আর জীব একই বিছানায় পাশাপাশি খুলে দেখে
বাসি ঠাণ্ডা টিফিন বক্সে কয়েক দানা পাথর পড়ে আছে
হতে পারে সব হতে পারে
প্রত্যক্ষ কোনো প্রকাশ লাগেনা, শিরায় প্রবাহ এক কোষ থেকে অন্য কোষে বয়ে যায়
দিয়ে যায় প্রতিটি ঠিকানায় একটি করে চিঠি, আমি তোমাকে ডাকতে আসিনি
শুধু বলে গেলাম এক চন্দ্রাহত ছেলে এসেছিল
মান্দার গাছের বেড়ার আড়ালে দুটি টগর হাতে দাঁড়িয়ে ছিল তাই
এত পূর্ণতা তাই এত রোদ্দুর
তারে মেলা তোমার কাপড়গুলি খুশিতে ফুলে উঠেছে
নাভির উপর যখন বাঁধবে দেখো কিভাবে আবির মাখিয়ে দেবে কেউ
খিল খিল করে হেঁসে উঠছে পদ্ম
তবে ফিরে আসা কোনো খেদ নয়
অন্ধকার তোমাকে গর্ভ দিয়েছে জানি
বুকে করে আগলে রেখেছে যখন কান্না, যখন লুকবার জন্য কাগজ কলম চাই
অথচ সেখানে কুড়িয়ে পেয়েছ অস্ত্র কুড়িয়ে পেয়েছে এডিকশন
সেই তোমার সোহাগের গর্ভ যন্ত্রণা, পুষে রাখতে চাইছও তাকে
জন্ম হচ্ছে অথচ ধীর এত যে পরবর্তী ঋতুর জন্য দেহ প্রস্তুত
আবার এক অন্ধকার চাই
নির্ভা তোমাকে এত দিয়ে গেছে
আজ কৃষ্ণ পক্ষের শেষ, হাওয়া আর মেঘর মাঝে যেন কথাকলি সংলাপ
আমাকে দেখাচ্ছে প্রতিটি মুদ্রার অসংখ্য অর্থ হতে পারে
তোমাকে ফেলে এগিয়ে গেছিল যে ফিরে যেতে পারে মেলা মাঠ পেরিয়ে
সেখানে নিষিক্ত এক অতল পড়ে আছে
তুমি এক কিনারা, পড়ে যেতে চাইছও অথচ
এটুকুই সম্ভব হল
নেশা অস্ত্র আর প্রেমে মিলেমিশে আজ অনন্য বারমুডা ত্রিকোণ