বিশ্ব কবিতা দিবসে চন্দ্রশেখর ভট্টাচার্য by · Published March 21, 2020 · Updated August 23, 2020 রাত্রি খাতা আজ সারা রাত তোমার সাথেই কাটাব দুয়েকটা কবিতা কিংবা কয়েকটা শব্দের পুনরাবৃত্তি নিয়ে, চাঁদ উঠুক, ডুবুক হারিয়ে যাক অন্ধকারে কিংবা মনের অনেক গভীরে সারা আকাশ ছেয়ে । আজ সারা রাত তোমার সাথেই কাটাব হোক বৃষ্টি, কাদা ভেজা মাটির গন্ধ ভাসুক শরীর বেয়ে, আর কি কখনো আসবে এমন রাত্রি ? শব্দ – বর্ণ – ভাষা কবিতার খাতার ওপর দিয়ে ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love