• Uncategorized
  • 0

পড়ে পুণ্যবানে ভৈরব বিরজানন্দনাথ

অন্নপূর্ণা স্ত্রোত্রম্

নিত্যানন্দকরী বরাভয়করী সৌন্দর্য-রত্নাকরী,
নির্দ্ধূতাখিলঘোরপাবনকরী প্রত্যক্ষমাহেশ্বরী ।
প্রালেয়াচলবংশপাবনকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ১
নানারত্নবিচিত্রভূষণকরী হেমাম্বরাড়ম্বরী,
মুক্তাহারবিলম্বমানবিলসদ্বক্ষোজকুম্ভান্তরী ।
কাশ্মীরাগুরুবাসিতা রুচিকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ২
যোগানন্দকরী রিপুক্ষয়করী ধর্ম্মার্থনিষ্ঠাকরী,
চন্দ্রার্কনলভাসমানলহরী ত্রৈলোক্যরক্ষাকরী ।
সর্বৈশ্বর্য্যসমস্তবাঞ্ছিতকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৩
কৈলাসাচলকন্দরালয়করী গৌরী উমা শঙ্করী,
কৌমারী নিগমার্থ-গোচরকরী ওঙ্কারবীজাক্ষরী ।
মোক্ষদ্বার-কপাটপাটনকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৪
দৃশ্যাদৃশ্য-প্রভূতবহনকরী ব্রহ্মাণ্ডভাণ্ডোদরী,
লীলানাটকসূত্রভেদনকরী বিজ্ঞানদীপাঙ্কুরী ।
শ্রীবিশ্বেশ-মনঃপ্রসাদনকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৫
উর্বীসর্ব্বজনেশ্বরী ভগবতী মাতান্নপূর্ণেশ্বরী,
বেণীনীলসমানকুন্তলহরী নিত্যান্নদানেশ্বরী ।
সর্বানন্দকরী দশাশুভকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৬
আদীক্ষান্তসমস্তবর্ণনকরী শম্ভোস্ত্রিভাবাকরী,
কাশ্মীরা ত্রিজনেশ্বরী ত্রিলহরী নিত্যাঙ্কুরী শর্ব্বরী ।
কামাকাঙ্ক্ষকরী জনোদয়করী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৭
দর্বী স্বর্ণবিচিত্ররত্ন-রচিতা দক্ষে করে সংস্থিতা,
বামে স্বাদুপয়োধরী সহচরী সৌভাগ্যমাহেশ্বরী ।
ভক্তাভীষ্টকরী দৃশা শুভকরী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৮
চন্দ্রার্কনলকোটিকোটিসদৃশা চন্দ্রাংশুবিম্বাধরী,
চন্দ্রার্কাগ্নিসমানকুণ্ডলধরী চন্দ্রার্কবর্ণেশ্বরী ।
মালাপুস্তকপাশকাঙ্কুশধরী কাশীপুরাধীশ্বরী
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ৯
ক্ষত্রত্রাণকরী মহাভয়করী মাতা কৃপাসাগরী,
সাক্ষান্মোক্ষকরী সদা শিবকরী বিশ্বেশ্বরশ্রীধরী ।
দক্ষাক্রন্দকরী নিরাময়করী কাশীপুরাধীশ্বরী,
ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী ।। ১০
অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর-প্রাণবল্লভে ।
জ্ঞানবৈরাগ্যাসিদ্ধ্যর্থং ভিক্ষাং দেহি চ পার্ব্বতী ।। ১১
মাতা মে পার্ব্বতী দেবী পিতা দেবো মহেশ্বরঃ ।
বান্ধবাঃ শিবভক্তাশ্চ স্বদেশো ভুবনত্রয়ম্ ।। ১২
ইতি শ্রীশ্রীমদাদিশঙ্করাচার্য স্বামী বিরচিতম্ অন্নপূর্ণা-স্তোত্রং সম্পূর্ণম্

বঙ্গানুবাদঃ

হে দেবী, তুমি সর্বদা আনন্দবিধায়িনী, বর এবং অভয়প্রদায়িনী, সৌন্দর্যের সাগরস্বরূপা , অখিল পাপ নাশ করে ভক্তকে পবিত্র করে দাও , সাক্ষাৎ মহেশ্বরী , হিমালয় বংশ তোমার দ্বারা পবিত্র হয়েছে, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ১
তুমি বহুবিধ রত্নে খচিত সজ্জায় সজ্জিতা , তুমি স্বর্ণময় বস্ত্র পরিধান পূর্বক সুশোভিতা , বিলম্বিত মুক্তামালার দ্বারা তোমার স্তনদ্বয়ের মধ্যস্থল উদ্ভাসিত, তুমি কুঙ্কুম ও অগুরুর দ্বারা সুবাসিতা ও কান্তিময়ী ; তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ২
তুমি যোগানন্দ- প্রদায়িনী, রিপু বিনাশিনী, ধর্ম এবং অর্থের পূর্তিবিধায়িনী , চন্দ্র সূর্য এবং অগ্নির আভার সদৃশ জ্যোতিস্তরঙ্গময়ী , ত্রিলোকের রক্ষাকারিণী , সকল ঐশ্বর্য এবং সকল বাঞ্ছিত বস্তু প্রদায়িনী ; তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৩
তুমি কৈলাস পর্বতের গুহায় নিবাসিনী গৌরী, উমা, শঙ্করী ও কৌমারী ; তুমি বেদার্থ – প্রকাশিনী , ওঙ্কারবীজের অক্ষররূপিণী , মুক্তি- দ্বারের কপাট উন্মোচনকারিণী , তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার,জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৪
তুমি দৃশ্য ও অদৃশ্য বহু বস্তুকে বহন কর; তুমি উদরে ব্রহ্মাণ্ড ধারণ কর ও সংসারলীলারূপ নাটকের প্রস্তাবনা ছিন্ন কর ; তুমি বিজ্ঞানদীপের কারণ, শ্রীবিশ্বেশ্বরের চিত্তপ্রসাদকারিণী, তুমি কাশীপুরীর অধীশ্বরী,তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৫
তুমি পৃথিবীর সকল লোকের ঈশ্বরী , ভগবতী, মাতা, অন্নপূর্ণা , ঈশ্বরী ; তুমি নদীস্রোততুল্য চঞ্চল ও সুদীর্ঘ কেশরাশি এবং নীলকান্তমণিতুল্য নীলকুন্তলধারিণী , সর্বদা অন্নদানতৎপরা , সকলের আনন্দদায়িনী , সৌভাগ্যবিধায়িনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার,জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৬
তুমি অ হইতে ক্ষ পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা , শম্ভুর অবস্থাত্রয়ের কারণ ও কুঙ্কুমবর্ণা ; ভূমি স্বর্গ মর্ত এবং পাতালের অধীশ্বরী , সৃষ্টি স্থিতি ও প্রলয়রূপ তরঙ্গস্বরূপা , নিত্য কারণরূপিণী , প্রলয়ান্ধকারস্বরূপা , কামনার প্রেরয়িত্রী, লোকের উন্নতিবিধায়িনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৭
তোমার ডান হাতে স্বর্ণ ও বিচিত্র রত্নে খচিত হাতা শোভা পাচ্ছে এবং তোমার বামভাগে স্বাদুপয়োধরবতী সহচরী বিদ্যমান ; তুমি সৌভাগ্যবিধাত্রী , ভক্তের চির বাঞ্ছিতপ্রদায়িনী, কৃপাকটাক্ষে মঙ্গলবিধায়িনী ;তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা; তুমি আমায় ভিক্ষা দাও । ৮
তুমি কোটি কোটি চন্দ্র সূর্য ও অগ্নির সদৃশা, তোমার অধর চন্দ্রকিরণের ন্যায় স্নিগ্ধ মনোহর , তোমার কুণ্ডল চন্দ্র সূর্য ও অগ্নির তুল্য এবং তোমার গাত্রবর্ণ চন্দ্র ও সূর্যের ন্যায়, তুমি ঈশ্বরী, তোমার হস্তে অক্ষমালা, বেদাদিপুস্তক, পাশ এবং অঙ্কুশ , তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার,জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৯
তুমি ক্ষত্রিয়দিগের ত্রাণকারিণী , জীবের একমাত্র অভয়দায়িনী ; হে মা তুমি করুণাসিন্ধুস্বরূপা এবং সাক্ষাৎ মুক্তিদায়িনী, নিরন্তর কল্যাণকারীনি , দক্ষের ক্রন্দনের কারণ, সকল রোগবিনাশিনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ১০
হে অন্নপূর্ণে , তুমি নিরন্তর সর্বদা পূর্ণরূপে বিরাজিতা, তুমি শঙ্করের প্রাণতুল্য প্রিয়া, তুমি পার্বতী ; হে মা তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার জ্ঞান, বৈরাগ্য এবং মোক্ষলাভ হয় । ১১
জগতের মাতা ভগবতী পার্বতী হলেন আমার মা এবং জগতের পিতা দেব মহেশ্বর হলেন আমার পিতা ; আমার পরম বান্ধব হলেন জগতের পিতামাতার ভক্তগণ এবং স্বর্গ, মর্ত ও পাতাল এ ত্রিভুবন জুড়েই আমার স্বদেশ। ১২
জয় মা অন্নপূর্ণেশ্বরী
হর বিশ্বম্ভর হর
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।