তুমি দৃশ্য ও অদৃশ্য বহু বস্তুকে বহন কর; তুমি উদরে ব্রহ্মাণ্ড ধারণ কর ও সংসারলীলারূপ নাটকের প্রস্তাবনা ছিন্ন কর ; তুমি বিজ্ঞানদীপের কারণ, শ্রীবিশ্বেশ্বরের চিত্তপ্রসাদকারিণী, তুমি কাশীপুরীর অধীশ্বরী,তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৫
তুমি পৃথিবীর সকল লোকের ঈশ্বরী , ভগবতী, মাতা, অন্নপূর্ণা , ঈশ্বরী ; তুমি নদীস্রোততুল্য চঞ্চল ও সুদীর্ঘ কেশরাশি এবং নীলকান্তমণিতুল্য নীলকুন্তলধারিণী , সর্বদা অন্নদানতৎপরা , সকলের আনন্দদায়িনী , সৌভাগ্যবিধায়িনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার,জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৬
তুমি অ হইতে ক্ষ পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা , শম্ভুর অবস্থাত্রয়ের কারণ ও কুঙ্কুমবর্ণা ; ভূমি স্বর্গ মর্ত এবং পাতালের অধীশ্বরী , সৃষ্টি স্থিতি ও প্রলয়রূপ তরঙ্গস্বরূপা , নিত্য কারণরূপিণী , প্রলয়ান্ধকারস্বরূপা , কামনার প্রেরয়িত্রী, লোকের উন্নতিবিধায়িনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৭
তোমার ডান হাতে স্বর্ণ ও বিচিত্র রত্নে খচিত হাতা শোভা পাচ্ছে এবং তোমার বামভাগে স্বাদুপয়োধরবতী সহচরী বিদ্যমান ; তুমি সৌভাগ্যবিধাত্রী , ভক্তের চির বাঞ্ছিতপ্রদায়িনী, কৃপাকটাক্ষে মঙ্গলবিধায়িনী ;তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, জগতের জননী হে মা অন্নপূর্ণা; তুমি আমায় ভিক্ষা দাও । ৮
তুমি কোটি কোটি চন্দ্র সূর্য ও অগ্নির সদৃশা, তোমার অধর চন্দ্রকিরণের ন্যায় স্নিগ্ধ মনোহর , তোমার কুণ্ডল চন্দ্র সূর্য ও অগ্নির তুল্য এবং তোমার গাত্রবর্ণ চন্দ্র ও সূর্যের ন্যায়, তুমি ঈশ্বরী, তোমার হস্তে অক্ষমালা, বেদাদিপুস্তক, পাশ এবং অঙ্কুশ , তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার,জগতের জননী হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ৯
তুমি ক্ষত্রিয়দিগের ত্রাণকারিণী , জীবের একমাত্র অভয়দায়িনী ; হে মা তুমি করুণাসিন্ধুস্বরূপা এবং সাক্ষাৎ মুক্তিদায়িনী, নিরন্তর কল্যাণকারীনি , দক্ষের ক্রন্দনের কারণ, সকল রোগবিনাশিনী, তুমি কাশীপুরীর অধীশ্বরী, তুমি সকল কৃপার আধার, হে মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও । ১০
হে অন্নপূর্ণে , তুমি নিরন্তর সর্বদা পূর্ণরূপে বিরাজিতা, তুমি শঙ্করের প্রাণতুল্য প্রিয়া, তুমি পার্বতী ; হে মা তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার জ্ঞান, বৈরাগ্য এবং মোক্ষলাভ হয় । ১১
জগতের মাতা ভগবতী পার্বতী হলেন আমার মা এবং জগতের পিতা দেব মহেশ্বর হলেন আমার পিতা ; আমার পরম বান্ধব হলেন জগতের পিতামাতার ভক্তগণ এবং স্বর্গ, মর্ত ও পাতাল এ ত্রিভুবন জুড়েই আমার স্বদেশ। ১২