মারা গেলেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মঙ্গলবার (১৮-২-২০২০) ভোর রাতে (৩টে ৩৬ মিনিটে) জীবনাবসান হয় তাপসপালের। মুম্বাই এর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬১বছর । অভিনয় করার পাশাপাশি ২০০৯ সালে ভারতীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর এর এমপি হন তিনি। তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালির চীট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার হতে হয়।
ছোটবেলা থেকেই অভিনয় কে ভালোবাসতেন তিনি। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাঁকে আজীবন মনে রাখবে বাংলার মানুষ। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর যুগল বন্দি রীতিমতো দর্শকের চোখে জল আনতে বাধ্য করেছিল।
১৯৮১ সালে পান ফিল্মফেয়ারঅ্যাওয়ার্ড সাহেব ছবির জন্য। মায়ামমতা, অন্তরঙ্গ, সাহেব, চোখের আলো, সুরের ভুবনে এই বিখ্যাত ছবিতে তিনি অভিনয় করেন। বাংলা ছাড়া বলিউড এও অভিনয় করেন তিনি মাধুরীদীক্ষিত এর বিপরীতে।
ভীষণ এক অমূল্য সম্পদ বাংলা হারাল। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি সারা বংলার জন্য।