Single Mother দের পাশাপাশি Single Father দের সংখ্যাও বর্তমান। যদিও ভারতবর্ষে মোট জনসংখ্যার খাতিরে তারা একেবারেই নগণ্য তবুও উড়িয়ে দেওয়া যায় না – এবং উড়িয়ে দেওয়া যায় না তাদের দিকে নিক্ষেপ করা সমাজের টিটকিরি টিপ্পনী গুলোও। অনেক আর্থিকভাবে স্বনির্ভর মেয়ে বিয়ে নামক প্রতিষ্ঠানে জড়াতে চায় না অথচ সন্তান চায় – তাদের জন্য আছে Sperm Bank। তেমনি ডিম্বাণু নিয়ে surrogate mother এর সাহায্যে বাবা হচ্ছেন পুরুষরাও। Infertility Clinic Centre গুলোতেও চোখে পড়েন কিছু পুরুষ। যে কোন ‘একক পিতা’কে যদি তার ছেলে বা মেয়ের সাথে জীবনযাত্রা লক্ষ্য করা যায় তাহলে পরিপূর্ণ সংসারের ছবিই কিন্তু চোখে পড়বে। ’emotional shortage’ এর যে দাবী -“ঐ বাচ্চার মা নেই কেন ?”- এই বলে সমাজের বেশিরভাগ মানুষ যারা চোখ রাঙান দিনরাত সেটা কিন্তু বাস্তবে চোখে পড়ে না ওই ছোট্ট পরিবারগুলোতে। সমস্যা হলো আমাদের নিজেদের স্বামী-স্ত্রী-বাচ্চা সম্বলিত তিন বা চার জনের সংসারে হয়তো কোন শান্তি নেই কিন্তু আমরা সর্বদা একটা ‘অভাববোধ’ সেই একক পিতা বা মায়ের উপর তৈরি করে দিতে বদ্ধপরিকর যে ,” ঈশশ বাচ্চাটির মা নেই ও তো ঠিক মানুষ হবে না !” ।
শুধু কি তাই ? একক বাবারা যদি বাড়িতে কোন বান্ধবীকে নিয়ে আসেন তাহলে তো বাচ্চাদের এই প্রশ্ন শুনতেই হয় “ওটা কি তোর নতুন মা নাকি ?” একি ব্যাপার একক মায়েদের বেলাতেও। এগুলো কিন্তু কোন উন্নত দেশে দেখা যায় না কারণ ও দেশে একক পিতা এবং মায়ের সংখ্যা প্রচুর। আজ আমি যদি সিদ্ধান্ত নিই একক পিতা হওয়ার অবশ্যম্ভাবী প্রশ্ন উঠবেই ‘ছেলেটা মনে হয় gay, ছেলেটার যৌন সমস্যা আছে, ছেলেটা এতটাই pervert যে এক নারীতে তৃপ্তি পায়না বলে বিয়ে করছেনা ‘- এ তো গেল সমাজের নীতি পুলিশদের গেল গেল রব ! পরিকাঠামো দিক থেকেও আমরা পিছিয়ে আছি উন্নত দেশের থেকে ;তবে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে এদেশেও Day care ও Creche ব্যবস্থার। Babysitting ব্যবস্থা ভারতে আদৌ আসবে বা আদৌ এই সমাজ তাকে মান্যতা দেবে কিনা জানা নেই; উন্নত দেশে অজস্র কলেজ পড়ুয়ারা কিন্তু এটা করেই নিজেদের পড়াশোনার খরচ চালান।
কোনটা সুস্থ জীবন ? আদর্শ পরিবার কী ? এসব কিন্তু সত্যিই আপেক্ষিক – কোটি কোটি স্বামী-স্ত্রী বাচ্চা সম্বলিত পরিবার ঝগড়াঝাটি, বিশ্বাসঘাতকতা ,পরকীয়ায় পূর্ণ তাও সেই মা বা পুরুষ বাধ্য হন একসাথে থাকতে সন্তানের মুখ চেয়ে কারণ মনের মধ্যে এই শঙ্কা ‘সমাজ কী বলবে ?’
সুতরাং ‘স্বাভাবিক”আদর্শ’ পরিবারের মাপকাঠি ঠিক করা কিন্তু জটিল।তাই সমালোচনা,নিন্দা,কুৎসা নয় বরং পারলে একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দিন ‘একক পিতা'( ও মাতা) দের প্রতি।