পরিবেশ দিবসে কবিতায় ইন্দ্রজিৎ সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গাছ – একটি হারানো প্রশ্বাস

তুমি দাঁড়িয়ে আছ নীল আকাশে একা
ফ্লাট কালচারে দম বন্ধ করা শ্বাসে
সবুজ হারিয়ে কংক্রিটের ভিড়ে ঢাকা
তীব্র গরমে অভিমান দীর্ঘশ্বাসে।
তোমার শরীর জুড়ে বৃষ্টি পড়ত ঝরে
দুলে দুলে গাইতে অক্সিজেনের গান
আজ কৃত্রিম শ্বাস ভরতি সিলিন্ডারে
সব কার্বনরাই ছিনিয়ে নিচ্ছে প্রাণ।
তোমাকে নিয়ে গান বেঁধেছি কত
বাহারি পাতায় নাকেতে নাকছাবি
ফুলে ফুলে ঢলে ভ্রমরেরা মধু খেত
প্রেম-বিরহের কাব্য লিখেছে কবি।
তোমার দাঁড়িয়ে থাকা সকাল সন্ধ্যাবেলা
বুকের ভিতরে ছিন্ন-পাতার দলে
নৌকা সাজিয়ে কে আর ভাসায় ভেলা
হারায় স্মৃতি ধামসা মাদল বোলে।
তোমার দু-চোখে ভরে আছে শুধু জল
এখনও বৃষ্টি হয় সেই কান্নার স্রোতে
নীড়ে পাখিদের যাওয়া আসা কোলাহল
হারাবে কি একদিন অ্যাসিডের বৃষ্টিতে?