Quiero hacer contigo todo lo que la poesía aún no ha escrito তোর সঙ্গে সব কিছু করতে চাই কবিতা যা যা লেখেনি এখনও / এলভিরা সাস্ত্রে Elvira Sastre/ অনুবাদ- জয়া চৌধুরী
তোকে দেখে যে কেউ বলতে পারত
যে ভয়তরাসে লোকজন সব মরে গেছে–
ওটাসেই দুনিয়ার শেষের সেদিন নয় যেটা আসত,
ওটা তো তুই।
যাতায়াতের রাস্তা দিয়ে আসতে দেখি তোকে
যেন কেউ আকাশের দু সেন্টিমিটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে
ভাবছে ওকে কেউ দেখতে পায় নি।
আমার বাড়ি এলি তুই
-আমার জীবনে-
মুখ তুলে একগাদা ইচ্ছে আর নাভি নিয়ে,
হাতদুটো ছড়ানো
যেন এ রাত
তোর বুকে কবিতার খোলা রেলিং দিতে চাইছে আমায়,
হাতদুটো এমন ভর্তি এতটাই ভরা
যে আমার মনে হতে লাগল ওটা গোটা পৃথিবী যা আমায় স্পর্শ করছে
এবং এ অঞ্চলের সবচেয়ে সুন্দরী মেয়েটা নয়।
তুইও অনুভব করিস
আর প্রথমেই যা করিস তা হল আমাকে ইশারা করা-
ভেতরে কিচ্ছু পরি নি আমি
কিন্তু আমার ত্বকে তুই দেখলি খোলক।
তোকে দেখলাম
আর উত্তর দিলাম-
আজ আমার ওদের এত ভাল লাগছে
সকাল আমাকে যেমনটি ভয় পাওয়ায় ঠিক তেমন করে।
এবং হাসি আমি
আর চুমু খাই তোর পিঠে
ও ঝাপসা চোখে ঢেকে দিই তোকে
তোকে ঢেকে রাখার ব্যাপারটা শেষ হয় যখন প্রতিরক্ষাগুলো শেষ হয়-
নোংরা ফেলার বালতিতে কুঁচকে থেকে।
আর তুই হাসিস
এবং আবিষ্কার করিস আমার পিঠ বেয়ে ওঠা সুড়সুড়ি
আর বলিস সাহসহীন একটা জীবন
এক অনন্ত ফিরে আসার পথ,
আর আমার ভয় প্যান্টি খুলে ফেলে
ও সব লাল ট্র্যাফিক সিগন্যালে নাচতে শুরু করে উদ্দাম।
চুমু
একে অন্যকে খাওয়া
আমার বিছানায় তোর কাটানো সব মুহূর্তগুলো
ঘড়িকে আমাদের পাশে রাখার জন্য;
একে অন্যকে আমরা বিদায় জানাই
দুনিয়ার দিকে আধা ডিগবাজী খাই
যাতে যদিও আমাদের দেরী হয়ে যায়
আমরা ফিরে আসতে চাই;
তুই আসিস ও বেরিয়ে যাস ভাবতে ভাবতে যে কেউ
কিন্তু ভেতরে ভেতরে তুই অনন্য;
আমার মুক্তি ভাল লাগে তোর
আর তোর পাশে থেকে নিজেকে মুক্ত ভাবতে ভাল লাগে আমার;
তোর সত্যিটাকে ভালবাসি রে
আর তুই নিশ্চিত ফিরতে চাস আমার পাশটিতে।
দুনিয়ার সেরা চুল তোরই
সামনের শীত পর্যন্ত যাতে আমার ওপর তা মেলে রাখতে পারিস;
কিছু দৃষ্টি খরচ করিস আমার জন্য তোর মুখের চাইতে বাঙময় সেগুলো
এবং একটা মুখ যা আমায় তোর চোখের চাইতেও ঢের বেশি দ্যাখে;
একটা জেগে ওঠা লুকিয়ে রাখিস তুই যা কিনা দেওয়ার আলোয় ভরিয়ে দেয়
সত্যিকারের সূর্য ওঠার আগেই;
একটা ছড়ানো হাসি তোর মুখে যাতে গোটা দেশ উদ্ধার পায়
এবং সেইসব চাহনি যারা চোখ খুলে স্বপ্ন দেখতে জানে।
এবং হঠাত ঘটে যায়
অপ্রত্যাশিত কিছু যা হবার ছিল না
তুই চলে যাস নি অথচ এখন থেকেই বডড মন খারাপ লাগছে তোর জন্য,