“নারী-দি-বস” উদযাপনে গৌতম বাড়ই
by
·
Published
· Updated
আর্ধেক আকাশ
পৃথিবীর আর্ধেক আকাশে ঝড় ওঠে
সন্ধ্যা হয়।কুহক সাহসিনীর মতন আশা মায়া সেবা যতো ছড়িয়ে আরণ্যক জীবন
একদিন পৃথিবীর সীতায় পবিত্রতার পরীক্ষায়
সব কাম মোহ লোভ ক্ষোভ যুদ্ধ সহযোগিতা আর উৎপাদনের শেষে।
আর্ধেক আকাশ আছে তাই এখনও সংগ্রাম
প্রতিটি মানবতার পক্ষে রাস্তায় শিবিরে
ওরে বজ্জাত!ওর গর্ভপেট না থাকলে
তোর হয়ে কে গুলি আগুনে উন্মাদ নগরবুক
কে জোগাতো ঐ সব ছাউ?
মায়ের বুকের কাছেই প্রশ্ন থাক যদি মা থাকে
কতো কতো মা বুকখালি করে শূন্যতার হা চায়।
এ আকাশ স্নেহ দেয় ভালোবাসা গেঁথে দেয় অগ্নি বুকের কোণে দেয় আবর্জনা পুড়িয়ে দিতে।
আর্ধেক আকাশের গায় নক্ষত্র বিন্দু
ক্রমে ক্রমে শতাব্দী পেরিয়ে এক দুই তিন চার–
একদিন নিজেরাই চাঁদ ফুল গলে গলে
সূর্য হয়ে উঠবে।নিজের আলোয় দেখাবে এ পৃথিবীর পথ। সেদিন পৃথিবীটা আরো নাকি উজ্জ্বল!আমার কানে কানে বলে গেলো কেউ
আমার আত্মজা আর্ধেক আকাশের নক্ষত্রবিন্দু।