“নারী-দি-বস” উদযাপনে আলো বসু
ইতিহাস বিষয়ক
ইতিহাস অনন্ত এপিসোডময় দাদাবাবু !
ঢুকে গেছে ফুটেজ প্রবণ বর্ণজ্ঞান শূন্য দিন
মা’র ঘরকন্না বরাবর বিছিয়ে রাখা রান্নাবাটির মেয়েজন্ম সাধ
ধূপভেজা সন্ধালগ্ন , টিপ কাজলে সাজিয়ে রাখা সেবাদাসীর দেহ পট,
পটে আঁকা অনাদর , অপমান আর সিনেমার মত অশ্রুভেজা পল !
আনবাড়ি যাওয়া স্বামীর কাছে একটি রাতের কাকুতি মিনতি —
না যাঁউু সাঁইয়া —-
সবকিছু ঠিকঠাক চললে ইতিহাস ফের টেনে নেবে
দেখবেন দিদিমণি ! এই ছাদহীন আকাশ, এই স্বাধীন উড়ান
ফুলে ফেঁপে ওঠা এই বাড়বাড়ন্ত , রান্নাঘর থেকে রাজপথের ধুলো ,
ধুলোয় মিশে থাকা একদা রাজার পুঞ্জ পুঞ্জ পাপ
আপনার পায়ে পায়ে ঠিক উঠে আসবে ইতিহাসে জানবেন
এবং এভাবেই ঘটনাময় ইতিহাস পুনরুক্তিময় ধারাবাহিক
গুচ্ছ ভুল আর রোগ ব্যাধির সম্প্রচার চ্যানেল পরম্পরায় এবং
আরোগ্যের উপদেশ থাকে না কোথাও কেননা
ইতিহাস থেকে আমরা এই শিখি যে ইতিহাস থেকে
আমরা কিছুই শিখি না