“নারী-দি-বস” উদযাপনে অনুপম দাশশর্মা
by
·
Published
· Updated
ধারণ করে অজানা শক্তি
গৃহহীন ভেবে যাকে এনেছ সংসারে
তাকে পেরোতে হয়েছে আজন্ম সংস্কার
তারও করতলে ঝাঁপিয়ে পড়ে রোদ
মাথার ওপরে বৃষ্টির সমাহার
সেও জেনো ক্রমশ বিস্তার করে মায়াজাল
সংসারের ছিদ্র মুখে সে লেপে দেয় অশ্রুজল
শর্তহীন দিনলিপিতে গড়ে তোলে
শ্রীবৃদ্ধির বীজ, ছেড়ে আসা বাসগৃহ হয়ে যায়
পিতৃঋণের উপকথা
আর যেসব আবেগমথিত রঙিন দিন
হাওয়ায় উড়তে চাওয়া দ্বৈত অনুরাগ
সেসব মোহবর্জিত ডায়েরিতে থেকে যায় অনুলিপি হয়ে
নারী তো একক বাতিঘর। সংসারের ভার বুঝে নেওয়া
চিরন্তন সন্ধ্যা প্রদীপ