• Uncategorized
  • 0

নতুন নোট আনছে কেন্দ্র! কী থাকবে তাতে, জানেন?

খুব শীঘ্রই বাজারে ১ টাকার নতুন নোট আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। অন্য মূল্যের নোটগুলির মতো নতুন এক টাকার নোট আরবিআই ছাপাচ্ছে না। এই নোটগুলি ছাপাচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সম্প্রতি অর্থ মন্ত্রক থেকে এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক নজরে নতুন ১ টাকার নোটের কয়েকটি বৈশিষ্ট্য:
১)নতুন এক টাকার নোটে সবার ওপরে হিন্দিতে ‘ভারত সরকার’ লেখা থাকবে ৷ এর পরে লেখা থাকবে ‘Government of India’।
২) হিন্দি এবং ইংরেজিতে থাকবে অর্থ সচিব অতনু চক্রবর্তীর স্বাক্ষর ৷
নতুন ২০২০ সিরিজের এক টাকার কয়েনের রেপ্লিকা ছাপা থাকবে, যেখানে ‘₹’ চিহ্ন আছে। পাশাপাশি নম্বর প্যানেলে ‘L’ লেখা থাকবে৷
৩) নতুন ১ টাকার নোটের ডান দিকের ওপরের অংশে কালো লাইনে নম্বরিং প্যানেল থাকবে
৪) নোটের অধিকাংশ এলাকা সবুজ ও গোলাপি রঙের হবে ৷ অন্যান্য রঙও ব্যবহার করা হবে নোটে ৷৯. নোটের সাইজ 9.7 x 6.3 সেন্টিমিটার হবে ৷১০. নোটের মাল্টি টোনে অশোক পিলারের ওয়াটার মার্ক থাকবে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।