সাপ্তাহিক ধারাবাহিকা -তে বিতান মুখোপাধ্যায় (পর্ব – ২৩)
by
·
Published
· Updated
রাগে অনুরাগে
রাগ জৌনপুরি
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভান্ডার ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন আঞ্চলিক নাম ও সেই অঞ্চলের বিশিষ্ট সংগীতজ্ঞ দের দ্বারা সৃষ্ট রাগের পরিপূর্ণ ।
এই রাগটি তেমনই একটি রাগ যেটি সৃষ্টি করেছেন বলে ধরা হয় সুলতান হুসেন সারকি যিনি জৌনপুর এর বাসিন্দা ছিলেন।
আশাবরী ঠাটের অন্তর্গত এই রাগটি গাওয়ার সময় বলা হয়ে থাকে সকাল ৯টা থেকে ১২ টা এই সময়পর্বের মধ্যে ।
এর রাগের মধ্যে এক অন্যপ্রকারের করুণ রসের আধার রয়েছে যা এই রাগকে অন্যতম আকর্ষণীয় করে তোলে।
ক্রমশ…